![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
জায়গাটা বেশ পছন্দ হয়েছে কিন্তু....
আমি একজন দক্ষ ও স্মার্ট ম্যানেজার কই পাব?
হঠাৎ একজন কভার পরিহিতা মানে বলছিলাম সাদা পরিষ্কার ঝকঝকা জামা পড়ে এসে ডায়লোগ দিল, Excuse me sir, Don't judge a book by it's cover.
ম্যানেজার নিয়োগ হয়ে গেল!
যেমন নিয়োগকারী তেমন তার পরীক্ষার্থী। এসব বিজ্ঞাপন যারা তৈরি করে তারা কী দক্ষ?
চাকুরি প্রার্থী এসে বলল কভার দেখে বই বিচার করা যাবে না। অথচ সে নিজেই ঝকঝকা কাপড় (কভার) দেখিয়ে নিজেকে স্মার্ট প্রমাণ করল এবং চাকুরি পেয়ে গেল। আমাদের চিন্তা-ভাবনা এমনই।
স্মার্টতো প্রমাণিত হল। দক্ষতা প্রমাণ করতে হবে না? হ্যাঁ, তার দক্ষতা প্রমাণ হল এক সেন্টেন্স ইংরেজি বলাতে।
আসলে কে কী বলতেছে আমরা তা গভীরে গিয়ে চিন্তা করি না।
আরেকটি বিজ্ঞাপনের কথা বলি। ভিতর থেকে দাগ ময়লা পরিষ্কার করে। তো সেই পাউডারটা ব্যবহার করছিলাম আমার প্যান্টের উপরে যখন গাড়ির কালি লেগেছিল। পরিষ্কার হয়নি!
হবে কী করে? পাউডারটাতো ভিতর থেকে ময়লা পরিষ্কার করে, উপরের গুলো করে কিনা তাতো বলেনি।
কোনো একজনের বইয়ে পড়েছিলাম। আমেরিকান কোমল পানীয়ের বিজ্ঞাপন সম্বলিত সাইনবোর্ড অ্যারাবিক দেশগুলোতে ঝুলানো হয়েছিল। সাইনবোর্ডের বাদিকের প্রথম ছবিতে ছিল, একজন ক্লান্ত লোক মাটিতে প্রায় বসে আছে। একটুপর পানীয় পান করল, শেষ ছবিতে উঠে দাঁড়াল।
অ্যারাবিয়ানরা যেহেতু সাইনবোর্ডের ডানদিক থেকে দেখবে। সুতরাং তারা প্রথমে দেখল, একজন দাঁড়ানো লোক। পরের ছবিতে দেখল কোমল পানীয় পান করছে। পান করার পর দূর্বল হয়ে মাটিতে বসে পড়ছে। ব্যবসা লাটে উঠতেছিল।
পরে তাদের জন্য স্পেশালভাবে সাইনবোর্ডের ছবি ডান থেকে বাদিকের সিকুয়েন্স মিলিয়ে তৈরি করা হয়েছিল। যাকে বলা যায়, অবস্থা দেখে ব্যবস্থা। যেমন আমাদের দেশের বিজ্ঞাপনগুলো আমাদের অবস্থা দেখেই তৈরি করা হয়। কারণ, তারা হয়তো ভাল করেই জানে আমরা এসব বিজ্ঞাপন নিয়ে তেমনকিছু বলব না। জাস্ট প্রোডাক্টটা কি সেটা জানাতে পারলেই হল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
সাইফুল১৩৪০৫ বলেছেন:
বিলিয়ার রহমান ভাই কোথায় আপনি? আপনার পরবর্তী ব্লগে এই অধমকেও একটু স্থান দিয়েন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ক্যারিয়ার গড়তে মেয়েদের বিউটি ক্রিম মাখতে হবে আর ছেলেদের কুল দিয়ে শেভ করা লাগবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাল বাড়ি ভাল কি কি যেন বলে ভুলেই গেলাম বিজ্ঞাপনটা। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার এত সুন্দর লেখার রহস্য কি?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
সাইফুল১৩৪০৫ বলেছেন: কি বলব ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩
ইউসুফ আলী মজুমদার বলেছেন: ঠিক বলছেন ভাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫
বিলিয়ার রহমান বলেছেন: বিলিয়ার রহমান ভাই কোথায় আপনি? আপনার পরবর্তী ব্লগে এই অধমকেও একটু স্থান দিয়েন
হা হা হা!!
ভাইজান দেখছি ঠেলায় পড়ছেন!!!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাই আগে লক্ষ্য করি নাই। আপনার লেখা চুরি সংক্রান্ত প্রথম পোস্টটি পড়ার পর প্রায় সব লেখাই অনুসন্ধান করছি। পরে দেখলাম সম্প্রতি প্রকাশিত লেখাগুলোর প্রায় সবগুলাই চুরি হয়েছে।
বুঝলাম না। হঠাৎ করে এরা এমন চুরি শুরু দিল কেন?
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: জটিল।