নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
আমাদের দেশের বিশাল তরুণ জনশক্তি পড়াশোনা করেই একটা ভাল চাকুরির উদ্দেশ্যে। কিন্তু ভাল চাকুরির ধরা ক'জনই বা পায়।
চাকুরি আর চাকরগীরীর মাঝে কোনো তফাৎ খুঁজে পাওয়া যায় কী?
আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেন তবে আমার কথাগুলো ভালভাবেই উপলদ্ধি করতে পারবেন।
সকাল ৮ টায় অফিসে যাওয়ার পর ফেরার সময় কয়টা কোনো চাকুরিজীবী বলতে পারবে না। যদিও নিয়োগদানের সময় বলে থাকে ৮-৫ টা পর্যন্ত ডিউটি।
আপনার বাসায় কাজের ছেলেমেয়ে আছে? তারাও কিন্তু আপনার অধীনে চাকুরি করছে। এরা হয়তো পড়াশোনা করেনি তাই বেতন কম দিচ্ছেন।
এখন যদি আপনার বাসার ছেলেটাকে চাকর বলে ডাকেন তবে আপনিও কিন্তু সেই হিসেবে চাকরই হলেন। আপনার বাসার ছেলেটা যেমন আপনার হুকুম অনুযায়ী সবসময় কাজের জন্য প্রস্তুত আপনিও তাই। সেই ছেলের যেমন স্বাধীনতা নাই আপনারও স্বাধীনতা বিকিয়ে দিয়েছেন।
সেই চাকর আর আপনার আমার মাঝে পার্থক্য একটাই যে আমরা পড়াশোনা করেছি তাই বেতন বেশি। আর ঐ ছেলেটা লেখাপড়া করেনি বলে তার বেতন কম। বাকি সব একই। অর্থাৎ চাকরিতো চাকরই।
২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: ভুল লিখেছেন।
৩| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৯:৫৮
তারেক বলেছেন: একদম ঠিক কথা বলছেন
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সঠিক বলেছেন