নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-মনন-চিন্তা থাকুক মুক্ত।জাগ্রত হোক মনুষ্যত্ব মানুষ হোক মানবিক।আমরাই গড়বো মানবিক বিশ্ব।

সাইফুল বিন হানিফ

সঙ্গীত গবেষক ও রাষ্ট্রচিন্তক

সাইফুল বিন হানিফ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন হবে! সাইফুল বিন হানিফ

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০


জন্মের সময় একজন মানুষ মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে আসে। পৃথিবী থেকে চলে যাবার সময় নিজেকে কষ্ট করতে হয়।
লক্ষ লক্ষ ছেলেমেয়ে, যুবক, বুদ্ধিজীবীরা না পারছে তত্ত্ব ছাড়তে, না পারছে আঁকড়ে ধরতে। কিন্তু আমি জানি, মার্ক্সবাদ দিয়ে আমার বা আমাদের জীবনে আর কোন সফলতা আসবে না। মানবমুক্তি ততক্ষণ হবে না, যতক্ষণ আমার নিজের মুক্তি হবে না।
বাংলাদেশের সব প্রজন্ম অসম্ভব মেধাবী। কিন্তু রাষ্ট্র প্রজন্মকে সহযোগিতা করেনা। এখানে রাজনীতিবিদদের সন্তানরাই রাষ্ট্রের চোখে হচ্ছে সবচেয়ে মেধাবী, সবচেয়ে সেয়ানা। এর বাইরে সাধারণ কেউ যদি মাথা উঁচু করে দাঁড়ায় রাষ্ট্র তাকে চেপে ধরে। কারণ সে মাথা তুলে দাঁড়ালে তো পারিবারিক উত্তরাধিকারের রাজনীতি ধসে পড়বে। এই সুযোগ আবার তাদের করে দিচ্ছে আমাদের ভেতরকার কিছু বদমায়েশ মতলববাজ মানুষ।
তবে এই রাজনীতি টিকবে না, এই রাষ্ট্রব্যবস্থা টিকবে না। প্রজন্মই একদিন এই রাজনীতি আর রাষ্ট্রব্যবস্থা গুঁড়িয়ে দেবে। এই প্রজন্মই তার পিতার অন্যায়-অবিচারে বাধা হয়ে দাঁড়াবে। এই প্রজন্মই তার পরিবারের স্বেচ্ছাচারিতায় বাধা হয়ে দাঁড়াবে। সেদিন রাষ্ট্রব্যবস্থাও পরিবর্তন হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.