![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাদের অনেক বেশি আনন্দ আসলে তাদের কোন আনন্দ নেই । এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু মান কিছু জ্বালা আমায় দাও।।
অন্ধকারটা ভীষন কালো আকাশের আলো
চোখ পুড়ে যায়,
নীড় হারা পাখি করে ডাকাডাকি জীবনের সে
হিসেব মিলায় ,
হিসেবের ভুলে দিন যায় চলে আধারেতে পাখি
মুখটা লুকায়,
আধারেতে সুখ আধারেতে দুখ আধারেতে থাকে
ভালবাসায়,
নীল নীল জলে খাল নদী বিলে উড়ে যায় পাখি
স্বপ্ন সাজায় ,
স্বপ্নরা ভালো স্বপ্নরা আলো ভেবে যায় পাখি
নীড় ফিরে পায় ।
গান গায় পাখি রাত জাগা থাকি করুন সুর তার
উঠে বেহালায় ।
একা একা সুর হয়ে আসে ভোর ক্লান্ত পাখি
গানটা থামায়,
উড়ে যায় পাখি আধারেতে নাকি
কোন সে অজানায়?
বোনাসঃ একটা সুন্দর রবীন্দ্র সংগীত দেখুন-শুনুন "যখন ভাঙ্গল মিলন মেলা"
[কবিতা লেখা শিখতে চাই , আপনাদের কারো কাছে কোন রিসোর্স থাকলে প্লিজ আমাকে দিবেন]
২৪ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪০
সাইফুলহাসানসিপাত বলেছেন: অকে অকে মাইনা নিলাম। বাংলা ভাষাও তো ব্যকরন ছাড়া শিখেছি ,বলতে পারি । কবিতারাও এমন হলে দোষ কোথায় ?
২| ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৪
ইমন কুমার দে বলেছেন: স্বপ্নরা ভালো স্বপ্নরা আলো ভেবে যায় পাখি
নীড় ফিরে পায় ।
সুন্দর। +
২৪ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪২
সাইফুলহাসানসিপাত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪২
ফারিয়া বলেছেন: আপনার কবিতাটা বেশ ভালো লাগল ভাইয়া!
২৪ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৩
সাইফুলহাসানসিপাত বলেছেন: ফারুপু থ্যাংকিউ ।
৪| ২৪ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:১১
ছোট্ট রাজকণ্যা বলেছেন: উড়ে যায় পাখি আধারেতে নাকি
কোন সে অজানায়?
+ দিয়ে দিব নাকি ১টা????
আচ্ছা দিয়েই দেই............
২৪ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০২
সাইফুলহাসানসিপাত বলেছেন: চি চি চি সেটা আবার বলতে হয় । আচ্ছা দিয়েই দিন ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
সায়েম মুন বলেছেন: বাহ!
২৪ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৩
সাইফুলহাসানসিপাত বলেছেন: কবি নীরব কেন ?
৬| ০৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:২৩
রিয়েল ডেমোন বলেছেন: নীড় হারা পাখি
০৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৭
সাইফুলহাসানসিপাত বলেছেন:
পাখি
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২৩
মাহী ফ্লোরা বলেছেন: কবিতা লেখা শিখতে চান?

আপনি যা ভাবতে ভালবাসেন তই লিখুন না। শিখে যা লিখবেন তা তো মেকি!
অন্ধকারটা ভীষন কালো আকাশের আলো
চোখ পুড়ে যায়,
ভাল লাগা রইলো সত্যিই।