নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আমার বাংলাদেশ

সাইফুল ইসলা৯১২৬

হৃদয়ে আমার বাংলাদেশ

সাইফুল ইসলা৯১২৬ › বিস্তারিত পোস্টঃ

‘‘ছোট্ট রাসেল চেয়েছিল বাচঁতে’’

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯

(খোঃ ফারহানা আক্তার মুন্নি)
মোবাইলঃ- ০১৭৩৩-১২২২১৭/ ০১৭৩৩-১২২২১৯

ছোট্র রাসেল চেয়েছিল বাচঁতে’
বঙ্গবন্ধুর এই সোনার বাংলাতে।
কেড়েনিল রাসেলের প্রাণ
ঘাতকেরা ছিল বড় বেইমান।
যার হাতে রাসেল হয়েছি লালন
তারই সামনে কেড়েনিল রাসেলের জীবন।
চেয়েছিল বাচঁতে রাসেল সোনা
বাংলার বুকে তার ঠাই হলো না।
নিষ্পাপ শিশু রাসেল সোনা
হাসতে জানতো কাদতে জানতো পৃথিবী চিন্তনা।
কার ক্ষতি করেছিল বলো এই ছোট্ট সোনা
এই বাংলায় এত মায়া এই বাংলায় এত শ্যামল ছায়া
বাচার আশায় জাগায় প্রান।
বাচঁতে পারলো না ছোট্ট জান
অবুজ একটি ছোট্ট প্রান।
বাচাঁর আশায় ছুটে পাললো
ঘাতকের বুকে মুখ লুকালো।
বাচাঁও কাকু বাচাঁও আমায়
ওরা আমাকে মারতে চায়।
ঘাতক হাসে উচ্চ স্বরে
শেখের ছানা বাচাঁবো কেমন করে?
এই বাংলায় এত মায়া
পাখির জন্য মানুষের কত দয়া।
পাখির বাচ্চা যদি নিড়হারা হয়
মানুষেই খুজে দেও তার আশ্রয়।
ছোট্ট শিশু রাসেল সোনা পাইনি কোন আশ্রয়
এই বাংলার বুকে রাসেল সোনা।
মৃত্যু কোলে লুটাই
ছোট্ট শিশুর আর্তনাত।
বুক ফাটে আজও এই বঙ্গমার
রাসেল সোনা আসবে না আর
বুবু তুমি কেদোনা
এলিটিং এলিটিং খেলতে বাগানে আর লোকাবোনা
বুবু তুমি কেঁদে ভিজিওনা বুক
তোমার রাসেল নামে আসবে স্বাধীনতার সুখ।
বাংলার যত শিশুর মা
কাদঁছে কত, তুমি জাননা।
ছোট্ট রাসেল হাসতে জানতো, কাঁদতে জানতো
পৃথিবী চিনতো না।
সেই রাসেলকে হারাবার ব্যাথা ভোলা যাবে না।
বাংলার যত সমত্মানের মা থাকবে পাশে তোমার
ভাই হারাবার ব্যাথা শুধু তোমার একার নয়,
এ ব্যাথা সমগ্র বাংলার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.