| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল ইসলাম মাহিন
চলে গেলে...আমার চেয়ে অধিক কিছু রয়ে যাবে আমার না থাকা জুড়ে ...
হয়তো শীঘ্রই পৃথিবী ছেয়ে যাবে হাইব্রিড গোলাপে,অর্ডার দেয়া মাত্রই পেয়ে যাবেন আপনার পছন্দের রং এর নীল কিংবা বেগুনী গোলাপ;তা শুধু ছড়াবে আপনারই পছন্দের পারফিউমের গন্ধ,থাকবে এক বছরের ওয়ারেন্টি।
লাল গোলাপের গন্ধ হয়ে উঠবে পুরোনো ব্রান্ডের মতো অচল।প্রজাপতি বিলুপ্ত হবে পৃথিবী থেকে,ঘরে ঘরে উড়বে সোলার প্রজাপতি।কাচা-নোংরা টবের বদলে ব্যালকনি ভরে উঠবে চকচকে পরিষ্কার প্লাস্টিকের অর্কিডে,তা মরবে না,পঁচবে না,চিরকাল টিকবে।
আপনার সঙ্গী হবে হবে কোন এক যন্ত্রমানবী,শপিংমলে সাজিয়ে রাখা ডামির পাশ থেকে আপনি পছন্দ করে কিনে আনবেন সেটি, যাতে আপনার মনের মতো করে প্রোগ্রাম দেয়া তার কোন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা থাকবে না; সেটি শুধু আপনার কমান্ড শুনবে,চেহারা আর গায়ের রংও হবে আপনার ডিমান্ড অনুযায়ী ।
হয়তো শীঘ্রই পৃথিবী পেয়ে যাবে অতি বুদ্ধিমান প্রাণি,ডিজিটাল উত্তর প্রজন্মের চালাক মানুষ। ন্যানো সেকেন্ডে তারা করে নেবে নিজেদের লাভ-ক্ষতির হিসেব। তারা কোন ভুল করবে না, থাকবে না আবেগ আর যুক্তির দ্বন্দ্ব;তাদের কোন দুঃখ থাকবে না ;উত্তর ডিজিটাল যুগের চিকিৎসাবিজ্ঞান পাঁচমিনিটেই জাঙ্ক ফাইলের মতো মুছে ফেলবে দুঃখজাগানিয়া সিলেক্টেড মেমোরি।
ডিজিটাল উত্তর যুগের যান্ত্রিক মানুষেরা চিরকাল টিকে থাকবার কৌশল জেনে যাবে,বিলুপ্ত হবে শুধু ডিজিটাল পূর্ব যুগের মানবিক মানুষেরা।
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সাইফুল ইসলাম মাহিন বলেছেন: একদিক থেকে তো ভালো ,তবে স্মৃতির সমুষ্টিই তো জীবন ; তা মুছে ফেলে টিকিয়া থাকাই হয়ত চরম স্বার্থকতা নয় ।
ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩০
মহা সমন্বয় বলেছেন: উত্তর ডিজিটাল যুগের চিকিৎসাবিজ্ঞান পাঁচমিনিটেই জাঙ্ক ফাইলের মতো মুছে ফেলবে দুঃখজাগানিয়া সিলেক্টেড মেমোরি।

তবে তাই হোক।