| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল ইসলাম মাহিন
চলে গেলে...আমার চেয়ে অধিক কিছু রয়ে যাবে আমার না থাকা জুড়ে ...

ভালোবাসা মানে কী কাছে আসার গল্প
না ভালোবাসা মানে তোমায় না পাওয়া,
জানতে গিয়ে কেটে যাবে একজন্ম।
কতটুকু পাওয়া উচিত আর কতটা
চাইতে নেই তা বুঝবার আগেই
শেষ হবে সব লেনদেন।
শেষ বলে কিছু নেই না
সবকিছুরই শেষ আছে, সে কথা
না জেনেই শেষ হবে সব সময়।
চাওয়ার শেষ নেই না
স্বপ্নের মৃত্যু নেই সে কথা
আমৃত্যু থেকে যাবে অজানা।
প্রেম একবারই আসে না সব
প্রেমই প্রথম প্রেম,
সে কথা ভাবতে গিয়ে
চলে যাবে বসন্তের দিন।
©somewhere in net ltd.