নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ

সাইফুল ইসলাম জয়

ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ ।

সাইফুল ইসলাম জয় › বিস্তারিত পোস্টঃ

আরব অতিথিপরায়ন গল্প শুধু পড়েছি আর শুনেছি৷ আরব তুমি এতটাই অতিথি পরায়ন কল্পনাও করতে পারিনি৷

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

একসময় ক্ষুধার্ত ছিলাম:ছিলাম ধ্বংসের দ্বারপ্রান্তে-
একটা সময় ছিল, যখন দিনের বেশির ভাগ সময়ই ক্ষুধার্ত থাকতাম, থাকতে হত কিন্তু সেই পরিস্থিতি ও সময়ের জন্য আমি দায়ি ছিলাম না। অথচ এখনও ক্ষুধার্ত থাকি, থাকতে চেষ্টা করি, কিন্তু নিজের স্ব-ইচ্ছাতেই ক্ষুধার্ত থাকতে স্বাচ্ছন্ধবোদ করি:জীবনটা ধ্বংসের একটা দ্বারপ্রান্তে দাড়িয়ে থাকা অবশ্যই ধ্বংস হয়ে যাওয়ার মত পরিস্থিতি থেকে মহান-রাব্বুল-আলামিন-সৃষ্টিকর্তা অপার মহিমায় আজ এখানে এনে দাড় করিয়েছে। কিন্তু তারপরও কারো হাতে কিছু ডাল/ভাত/সবজি তুলে দিতেও কার্পণ্য করি কেন?
অথচ
ক্যামেরাম্যান এগিয়ে গেলেন বিধ্বস্ত সিরিয়ার ক্ষুধার্ত এইছোট্ট শিশু ময়না পাখিটার ছবি তুলতে৷এগিয়ে আসা ক্যামেরাম্যানকে নিজের মতই ক্ষুধার্ত মনে করে নিজের খাবার এগিয়ে দিলো "সিরিয়ার ময়না পাখি"৷ আরব অতিথিপরায়ন গল্প শুধু পড়েছি আর শুনেছি৷ আরব তুমি এতটাই অতিথি পরায়ন কল্পনাও করতে পারিনি৷
এজন্যই নবী (সাঃ) বলেছেন "আহিব্বুল আরব"৷ধ্বংস্তুপে থেকেও যে নিজের খাবার অন্যকে দিতে পারে।
হে মহান সৃষ্টিকর্তা তুমি সিরিয়ার এই নির্যাতিত ভাই-বোন, শিশু-কিশোর’সহ বিশ্ব মুসলিম জাতিকে তোমার কুদরতি শক্তির মাধ্যমে এই ইহুদি জাতির হাত থেকে রক্ষা কর. আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.