নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come gladly in my heart\nRandomly going life like inexpert!\n\nDo you want to know my insight? \nIt is very nice and presents light.

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ক্ষুণ্নমনা কথন

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

আমি মায়ের ক্রন্দন সজল
নিত্য ক্ষুণ্নমনা, লিপ্সা অন্নজল।
গর্বোজ্জ্বল নয় মনুষ্য কৃষ্টি
নিত্যানন্দ, গুণমুগ্ধ, স্বীয় সৃষ্টি।

গ্রথিত, কথিত, জল্পিত, মনুষ্যকৃত
নতুনত্ব, প্ররাতত্ত্ব, অজ্ঞাত, অপরিচিত।
উচ্চকেণ্ঠে সৃজনশক্তি, মানব সৃষ্ট প্রাণঘাতি
পাপকৃৎ, লোভিষ্ট অত্যন্ত শ্রেষ্ঠতম জাতি।

সৃষ্ট রাষ্টে শ্রেষ্ট, বন্ধুত্ত্ব আলোচ্য
অভিসন্তাপ, মৃত্যনাট-আঘাত যাচ্য।
স্পষ্ট নগ্ন সভ্য প্র্কাশ্য
প্রকৃত মাঝে কৃত্রিম-অপ্রকৃত প্রারিবৃজ্য।

অনুপযুক্ত অন্তর দীপ্তাজ্জ্বল বাহ্য
ধনগর্বিত, চিরানন্দ, ভাবভঙ্গি মনুষ্য।
রক্তখেলা, রক্তাক্ত, জর্জরিত দৃশ্য
অন্নধ্বংস, সর্বদাসচেষ্ট কৃতিত্ব, ধনাঢ্য।

তথ্যচিত্র, আলোকচিত্র, লেখিত, অলিখিত তথ্য
প্রতিবেদন, খবর, চিত্রায়ীত মতপার্থক্য।
আগন্তুক নবজাতক কতক মন্দভাগ্য
প্রধান অবগত উন্নত সৌভাগ্য।

স্বরাষ্ট্র জীবনীশক্তি আলো দুর্বোধ্য
দ্বারস্থ শিশু দূরিত, দুর্বাক্য।
সত্যকথন গোপন মিথ্যায় মিশ্রণ
কল্পনাময় পাঠ্যধারা দূরুহ জীবন।

পৃথিবী আধুনিক কর্মক্ষেত্রে শিশু শ্রমিক
অনুন্নত অধিক, ধিক, ঘৃণিত অত্যাধিক।
জ্ঞানকৃত গ্রন্থ, জ্ঞানবান সম্মানিত, প্রসংশিত
কতশত ক্ষুদ্রত্ব, রাগান্বিত, পথভ্রান্ত, ধ্বংসিত।

স্বাধীনতা পূর্ণতা, মূখ্যত বঞ্চিত দারিদ্রতা
মূর্খতা আদত, অস্তিত্ব, চরিত অপূর্ণতা।
জনমত সমর্থন প্রার্থী, দেশহিতৈষী যুক্তি
শোষিত, যাপিত প্রাপ্য দীনতা মুক্তি।

সংগঠিত একতা, নির্বাচিত, নেতৃত্ব, রাজত্ব
বশীভূত গঠিত দক্ষতা, দময়িত শ্রেষ্ঠত্ব।
ধাবিত জগতী মানিত, মনোগত মহত্ব
দ্বন্ধ-যুদ্ধ, হিংসিত, ঘোসিত, বাস্তবায়িত।

উপস্থাপিত আবৃত, আকর্শিত সৌন্দর্য
চকিত, বিমোহিত, লুলিত অপূর্ব!
ঘুমন্ত, জাগ্রত রতি, ভাবগত ভুলভ্রান্তি
প্রতিমুহূর্ত শূণ্যতা লিপ্ত যৌনতা, বিভ্রান্ত্রি।

নাগরিকত্ব অভিশপ্ত, নিপীড়িত, প্রতারিত, জন্মগত
অধিন্তস্থ বসত বশ্যতা, অভিমত নিয়ন্ত্রিত।
চিন্তিত, শান্তি পরিবর্তে অশান্তি তরান্বিত;
মুমূর্ষ বিরাজিত, মানবত্ব অবিকশিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.