| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
যেভাবে প্রযু্ক্তির বিবিধ মাধ্যমে
অতি সহজে অন্তর্জালে ছদ্মনামে।
মনকল্প প্রকাশ দিনে-রাতে
রকমারি মন্তব্য নব ভঙ্গিতে।
কারো প্রসংশা, কারো কটূক্তি
বহুতর ফাঁদে সর্বনাশ-রতি।
সম্যক ধারণা প্রত্যক্ষ দেখি
প্রত্যহ চমকিত দৃশ্য মুখামুখি।
জীবনী লুকানো, কুটিল স্বভাব
কৌতুহলী বিচরণ লোভ্য প্রভাব।
অসম্ভব সম্মুখে আমার পক্ষে
কিঞ্চিৎ জড়িত সেহেতু রক্ষে।
কারণ লজ্জা, ভয়, দ্বিধা
বিচলিত করে আমায় ধাঁধা।
২|
১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: আপনার কথাও ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
ৈতয়ব খান বলেছেন: শাবাস মিয়া ভাই
সুন্দর ছান্দিক কবিতা
ফাটাফাটি
ভালো লাগলো