নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রেয়সী,
নিশ্চয়ই নিঃস্ব হয়ে আছো ব্যতীত... আমিও দিশাহারা-উদাসীন তুমি বিহীন...! সম্পত্তি থাক আর না থাক সঙ্গীহীন কিছুই না! কোনো ভাবেই খাপখাওয়ানো যায় না সমাজে একা...! এখন সময় কাছে পাওয়ার কিন্তু যেভাবে পায়- সঞ্চিত হয় নাই আদৌ মোহরানা, বাতিল পোশাকের বেশভূশা তবুও দেনা। অজস্র রুপের মাঝে পারি নাই চিহ্নিত করতে কারন যাকে দেখি নাই কীভাবে করি কল্পনা...!
এসো কাছে...চাইলে দেখতে পারো আমাকে।
ইতি
সাইফ-উল ইসলাম
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম ------ চিঠিতো পড়ে ফেললাম ---
শুভকামনা