নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বন্ধু ফাহাদ,
আজকাল সকলের ভাষা উদ্ভূত সাংকেতিক; বুঝি না যেদিকে তাকায়ই সেদিক! ইদানিং রমণী এত ভালো লাগে; পাওয়ার ইচ্ছে করে শত ভাগে! কারো সাজে হয় না মন কৃষ্ণ; কারো বেশে বিশেষ অঙ্গ উষ্ণ!!!
তোরও-তো একইরকম সময় যাচ্ছে; কীভাবে তুই, দিন কেটে যাচ্ছে? পছন্দমত আশেপাশে মিলছে যে সুন্দর! পরিমণ্ডলে কেমন আভাস, কিরকম মনোহর!
জানিও মনকথা তাহলে পাবো শান্তি; হয়ত যাবে কেটে কিছু ভ্রান্তি!
ইতি
সাইফ-উল ইসলাম
©somewhere in net ltd.