নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সম্মানিত মা

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:১৭

বিসমিল্লাহির রাহমানির রাহীম



সম্মানিত মা,



সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য...

আপনার উপর শান্তি বর্ষিত হোক। ত্রুটি যা করেছি সেজন্য অনুতপ্ত; যদিও এখনো অজ্ঞ, জ্ঞান সুপ্ত। মা নিশ্চয়ই আমি কামনাময় পুরুষ! তবে হই নি একদম বেহুঁশ! ইতিমধ্যে পণ্য হিসেবে করেছে প্রদর্শিত; জানি কী রন্ধন, হয়েছে নিশ্চিত! সজাগ করে দেয় বিবিধ আওয়াজ; কৌতূহলি করে দেখতে, বিহীন লাজ!



কত কিছুই মনে ইচ্ছে হয়; হলেই কী, আছে সীমা-ভয়! আয় করার জন্য যথেষ্ট অভিপ্রায়; কেন যেন প্রতিবার হারিয়ে অসহায়! সহজ না খুব পাওয়া পছন্দমত; প্রচেষ্টা চলছে হতে স্বনির্বর, প্রতিনিয়ত। সামনে এগিয়ে যাওয়ার জন্য কত; পরিকল্পনা রয়েছে যথাযথ নিয়ে হিত।



অতি দুঃখ, তোমাদের নতুন সৃষ্ট! ভুল পন্থা দিয়েছে অস্থির কষ্ট! উদ্দেশ্য ঠিক, সক্রিয় করার পদ্ধতি- হচ্ছে ভ্রান্ত, বেসামাল করেছে মতি! তাই উদ্ভিগ্ন, কৌশল করেছি কিছু; উপলব্ধি, এভাবে হয শুধু পিছু। অবশ্যই যেতে হবে বিঘ্ন ব্যতীত; সঠিক পথেই বিদ্যমান, প্রয়োজন মৌলিকত্ব।



ঘোষণা করছি যেহেতু বয়সে উপযুক্ত; আনেকের আগ্রহ, অসম্ভব থাকা মুক্ত! স্বপ্নে পাওয়া বর্তমান, হুবহু নয়; কুমন্ত্রণা করেছে তিক্ত, নির্বাক-ক্ষয়!



কিঞ্চিৎ হলেও বুঝেছে যারা মনোভাব; অগ্রধিকার দিলাম, বিসর্জন আকাংখা-স্বভাব!



ইতি

সাইফু-উল ইসলাম













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.