| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অনর্থক সৃষ্টি করনি আমায় প্রভু
তুচ্ছ তাচ্ছিল্য করছে কেনো তবু!
প্রায় সবাই কোনো না কোনোভাবে-
সংসার করছে কিছু করে ভেবে
স্বীয় হয়ে গেছি অকেজো জীবনে
পাই না কিছু চাইলে প্ররাণে!
ধৈর্য ধরে আছি তোমার পানে
কুলোচ্ছে না আর আমার জানে!
নীরবে যাচ্ছি কেঁদে তুমিই দেখো
রঙিন স্বপ্ন, রঙিন হৃদয় রাখো!
পেরে উঠছি না কেনো আমি
সাহায্য করছ না কেনো তুমি!
বলে তাদের চেষ্টায় হয়েছে ধনী
আমার ব্যর্থতায় হয়েছি, নিজে ঋণী!
দাও আল্লাহ এখনও আছে সময়
আমারও আছে ভয়ংকর মৃত্যুর ভয়!
26.09.2022
©somewhere in net ltd.