নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উঠতে হবে, জাগতে হবে বাংলায়
কোমল স্পর্শে হও শিহরিত ঊষায়।
বুঝে সে, দক্ষ সব ভাষায়
সত্যের কাজ আমায় খুব ভাবায়।
মূর্খরা ঠকে, ঠকায় উপহাস করে
একদিন ঠিকই নিঃস্ব হয়ে মরে।
কীভাবে যেন ভাব চলে আসে
অজ্ঞ, বিজ্ঞর লাগে দন্ধ চারপাশে।
বলো তোমার মতামত আমায় বলো
পৃথিবী সবচেয়ে উন্নত চরিত্র হলো(...)!
স্বীয় বর্তমানে আছি বেঁচে জানো
সাক্ষাৎ ছাড়া বলতে পারবে কখনো?
আমার পরিচয়, কি খাই-চাই
নিশ্চয় বলতে পারবে না ভাই।
দীপ্ত কণ্ঠে বলছে তৈরি আমার (আল্লাহর)
যা কিছু দেখছ নয় তোমার।(মানুষের)
প্রশংসা তার, যেখান থেকে সৃষ্টি
বিস্ময় লাগে বৃষ্টি, মানুষের কৃষ্টি।
অবাক আমার আচার-আচরণ-রহস্য
কত রকমের ফলছে বিবিধ শস্য।
24-10-2022
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।