নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দীপ্তি আমার তৃপ্তি
সত্যি সত্য প্রীতি!
ক্ষতি আমার মতি
লোপ পেয়েছে স্মৃতি!
ধীর গতি উন্নতি
তড়িৎ কারো গতি!
রঙিন সব পতি
বাংলার শ্রেষ্ঠ জাতি!
রাতারাতি চাই খ্যাতি
স্বীয় আছে সম্প্রীতি!
কম পাওয়া সমব্যাথী
হয়নি কেউ সাথী!
প্রত্যেকের আছে যুক্তি
তাই অসম্ভব মুক্তি।
27-10-2022
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৮
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
লাইক !!