নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মনে খটকা লাগায় আমায় তারা
তাই বারবার চেষ্টা, ঘর ছাড়া...
না পেতে পেতে জমেছে ক্রোধ
নিশ্চয়ই নিবো স্বীয় উত্তম প্রতিশোধ।
আমার ভালো নিজে নিখুঁত বুঝি
অবশ্যই প্রয়োজন, কত যে খুঁজি।
যদি থাকত! তাক লাগিয়ে দিতাম
এখনও দিবো তবে থাকলে দম।
ক্ষতি হবে জেনে পালিয়েছি ঘর
টিকতে পারিনি তাই ব্যর্থ-পর।
শিখতে-জানতে চাওয়া কি ভুল?
একথা বললেই চুপ, আমি ব্যাকুল।
কত খরচ করেছে, অন্য কাজে
এর জন্য আজ খুব বাজে।
যদি থাকত কবেই শ্রেষ্ঠ হতাম
সম্ভব হতো, হবে একদিন দাম।
09/11/2022
২| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।