নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রথমে পড়াতে হবে মাকে বর্ণমালা
যাতে পারে গাঁথিতে বর্ণ-মালা!
আমরা পারি না, বুঝি না
মা যেন পারে শেখাতে অজানা।
শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে চাই
কে শেখাবে বলো, টাকা নাই।
যারা জানে তারা খুব অহংকারী
তবুও যে মতি অতি দরকারী।
আসুন শিখি অর্জিত বাংলা ভাষা
সাথে জানি আরবি, ইংরেজী; প্রত্যাশা।
বিনা খরচে পড়াশোনা করাতে হবে
স্বপ্ন পূরণ, আত্মবিশ্বাসী হবে তবে।
দরিদ্র বাবা, মাও, গরিব দেশ
দোষ কি সব আমার? বেশ!
কিন্তু ছেড়ে যায় দেশ কারা
সবই পয়সাওয়ালা! স্বদেশে থাকি ভাড়া।
আমরাই কামলা খাটি, দেশে-বিদেশে
রাষ্ট্রপতিই থাকে খুব আরাম-আয়েশে!
১৫।১২।২০২
©somewhere in net ltd.