|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সাইফুলসাইফসাই
সাইফুলসাইফসাই
	আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আর দেখিও না এই রূপ; 
হৃদয় ধড়ফড়, থাকতে পারিনা চুপ! 
তাকিয়ে থাকতে ইচ্ছে হয় অপলক; 
চমৎকার তোমার দু’চোখ আর অলক...! 
মৃদু হাসি খুব খুব ভালবাসি; 
গ্রামে তুলেছ ছবি বেড়াতে আসি...!
আমারও মন কাড়ে, দেখিলে তারে;
তাকাই বারেবারে মন চায় আহারে...
আমার কেবল বিস্ময় সুন্দর লাগে; 
প্রেমে পড়ি নাই এখনও গুলবাগে...!
হে ললনা একান্তে একটু কথা বলোনা; 
কত যে সুন্দর তুমি জাননা...
পড়ে ভাবনায় পড়েছি, দেখে ছবিটা; 
কেমন করে উঠেরে ভাই দিলটা!
কাজল কালো চোখে তাকালে ভয়ে; 
কেমন যেন করে উঠে হৃদয়ে!
জ্বলজ্বল সূর্য, উজ্জ্বল জলবিন্দু দোল; 
অন্তরে কে দেয় নাড়া বোল!
18.12.2022
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:০৫
১৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
৩|  ১৮ ই ডিসেম্বর, ২০২২  রাত ৮:৩০
১৮ ই ডিসেম্বর, ২০২২  রাত ৮:৩০
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে, দুএকটা একটু হালকা চালে ছিল
৪|  ১৯ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৪৬
১৯ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: পংতি লিখে কাজ হবে না। 
জ্বালাময়ী কিছু লিখতে হবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:৫২
১৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:৫২
আরজু পনি বলেছেন: ছন্দময় পঙ্কতি।
সাধু চলিতের মিশ্রণে সতর্কতা অবলম্বন করলে আরো দারুণ সব লেখা পাবো আপনার কাছ থেকে।
শুভকামনা রইলো।