নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come gladly in my heart!Randomly going life like inexpert!

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

কিছু পংক্তি৩

১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

ভাবনায় যে থাকে, সে ভাবুক...
আমায় নিয়ে ভাবে, সে থাকুক।

উচ্চারণ করো লাল সবুজের পতাকা,
সবসময় তাঁর হাসি থাকে টাটকা!

ভাবনার জগত সে যে বিশাল,
সবাই মনে করে ফল মাকাল

আমিও হাসতে চাই তোমার মত,
হাসলে দুঃখ আসে আরো, এতো।

হাসি-খুশি এইভাবেই তোমায় দেখি,
সুন্দর, চমৎকার, অপূর্ব তোমার আঁখি।

ঘনঘন ছবি, ঘনঘন দেখি পছন্দে;
সেজন্য ভাবি, থাকি প্রতিমুহূর্তে আনন্দে।
১৯।১২।২০২২

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: না ভালো হয় নি।
তেজ নেই, ধার নেই।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: না ভালো হয় নি।
তেজ নেই, ধার নেই।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

আরজু পনি বলেছেন: মন্তব‌্য করার পর‌দে‌খি লগআউট হ‌য়ে গে‌ছি


লিখ‌তে থাকুন, ভা‌লো কর‌বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.