নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হারিয়ে যাচ্ছে তরতাজা সোনালী সময়
হায় আফসোস! ফাঁকা আদৌ হৃদয়!
অনীহা লাগছে, দিনদিন বাড়ছে ভয়
হয়েছে গেছে দেহ-মনে ক্ষয়!
সাধ জেগেছে আসল প্রেমিক হওয়ার
আসবে কি? দেবে কি? পাওয়ার!
কত যে দেখেছি স্বপ্ন-ভগ্ন
বুঝিছি স্বীয় হচ্ছি প্রতিদিন রত্ন!
সানন্দে আসো আর খুব ভালবাসো
আমায় পেয়ে সুখে থেকে হাসো!
19.12.2022
২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: লিখব তো অবশ্যই, নিশ্চয়্ পড়বো
আমি পারি, আমিই পারব-গড়বো।
সূর্যটা উত্তপ্ত কিন্তু আলো দেয় এতো
আমার দেশে সমস্যা আছে যতো-
দুর করব; মনে যন্ত্রণা সব
এক সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রব!
আমি ভাবি, আমি ভাবছি মুহূর্তে
বেঁচে আছি নিয়ম-কানুন শর্তে।
আমার জীবন, ঘটে যাওয়া ক্রিয়া
বিস্ময়, আশ্চার্যান্বিত খুব, ব্যতীত প্রিয়া!
মানুষের এতো এতো মত যত
মৌলিক এক, নিহত-আহত শতশত!
২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সুন্দর সময়গুলো হারিয়েই গেল
ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: আপনাকে টিকে থাকতে হলে কবিতার পাশাপাশি অন্য কিছু লিখতে হবে।