নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রতিমুহূর্ত লড়াই করে হচ্ছি বীর
কোনো কাজে নই আমি স্থীর-
সবাই বলে! কিন্তু আমার দু:খ-
শেষ করার সুযোগ নাই; সুখ....
নষ্ট করে তারাই খোঁচা দিয়ে;
তারা ভালোবাসে না সঠিক হৃদয়ে!
আসলে জ্ঞান ছাড়া সত্য বুঝা
প্রতিটি মানুষের অনুজ্বল, বিরাট বোঝা।
মনে করে প্রিয়, কিন্তু ক্ষতি-
করে। আর শেষ করে মতি।
আমার দোষ, মিশতে-তাল মিলাতে-
পারিনা মূর্খের সাথে, ওরা যেভাবে-
চলে, চলতে পারিনা কোনোভাবে, সেভাবে।
ছেড়ে যেতেও পারছি না বুঝেও
আমি হয়ে গেছি তাদের অপ্রিয়ও।
সমাধান চাই, সমাধান, নয়ত যাবে-
প্রাণ! স্বীয় বড় ক্লান্ত ভেবে!
আবার নাই প্রেমিকা, একলা ঘরে-
সঙ্গিহীন ঘরে কে কি করে?
কথা বলতে, ছুঁতে ইচ্ছে, আরো...
সত্যি তোমরা ব্যথা দিতে পারো।
৩০.১২.২০২২
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো।