নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমার দুঃখ-দুর্দশার কালে কেউ নেই;
তাহলে আমার প্রকৃত বন্ধুও কেউ নেই!
যারা পরিচিত তারাই হৃদয়ে করেছে ক্ষত
দেনদেন খুব সামন্য, তাতেই করেছে নত!
বলত কেউ আছো কি আসল বন্ধু?
যারা আছে আলাপ , সাক্ষাত হয় মৃদু!
একজন মানুষও পেলাম না যার সাথে-
পাশে পেয়ে উন্নতি করবো পথে পথে...!
০৫।০১।২০২৩
২| ০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:০৬
হাসান জামাল গোলাপ বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলুন। তবেই না হতাশা দুর্দশা কাটবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:০৬
জগতারন বলেছেন:
আশেপাশে আর কাউকেই বিশ্বাস করা যায় না,
কেউ-ই কথা রাখে না, সবাই প্রতিশ্রুতি ভঙ্গ করে।