নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
এ আমি নই! আমি আরো ভালো....
আমার আছে প্রচুর, অনেক আলো.!
তবুও সন্তুষ্ট নই, আরো চাই
হয় না, হয় না, বাচাই...
জমাই সম্পত্তি, চিত্তে আনন্দ পাই
চাকচিক্য জাকালো বেশভূষা, যা চাই!
উচু-নিচু আছে পার্থক্য, মতের অমিল
সহজ-সরল, একরকম নয় দিল।
অর্জন করেই পাত্তা দেইনা কাউকে
বিজ্ঞ মনে করি খুব নিজেকে!
হাহাকার হৃদয়ে, পেটে ক্ষুধা, তাতে?
মরে মরুক দিবো না পাতে...!
১৫.০১.২০২৩
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।