![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রতিদিন ঠিক আছে কিনা সাজ
দেখি আয়না
তবু বুঝা, চেনা যায় না
যে রূপ...!
দেখতে ভাল এমন, সুদৃশ্য; মনোহর
সবার পছন্দ, মনের আনন্দ অত:পর...
কুৎসিত সুরূপকে সে সুন্দরই বলে
আর কুৎসিত নিজেকে কুরূপই বলে
মন সে-তো সবার উত্তম-
হয় না...
খারাপ দেয় কেবল যাতনা, বেদনা
ভালো রূপ আছে কি জানাশোনা?
যে সুরূপ ভালোবাসে চিরদিনের জন্য
হয় না কখনো কারো অন্য।
বিশ্রী হৃদয় থেকে হতে হবে
সুশ্রী....তবে....
১৫.০২.২০২৩
উত্তরা, ঢাকা।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০০
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার লিখেছেন কবি