নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ছবিটা সুন্দর না

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩

হাসি ফুরিয়ে গেছে, আসে না-
তবু চেষ্টা, শার্টও নতুন না!
ছবিটা সুন্দর না, সুন্দর না
একটা চিন্তাই শেষ হয় না!
আমার পিছনে ব্যাকগ্রাউন্ড খুব ঝকঝকে
ভালোবাসি শব্দটা বলতে পারবো কাকে?
চলে যাচ্ছে বয়স আমার পয়ত্রিশ
তন্দ্রা ছাড়ে না, মনেতে বিষ!
একটা মানুষও আমায় বুঝলো না
আমিও কাউকে বুঝতে পারলাম না।
পকেট কিন্তু খালি থাকে না
দোষ স্বীয়, আয় হয় না।
কেবল সংযত থেকেই আজ ধ্বংস
এতোই দোষী, হয়নি কারো অংশ।
সবার-ই-তো টাকা দরকার প্রচুর
অধিক মানুষই সত্যে খুব ফতুর।
একটু ছোঁয়া দিয়ে দেখো না
হারিয়ে যাবে চিত্তের সব যাতনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আপনার পরিচিত মহলে কেমন সাড়া ফেলে?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

সাইফুলসাইফসাই বলেছেন: বিশ্বাসই করে না, আমি লিখি
উদ্ভট সব বলি আর দেখি।
তাদের মতে কথা সব পাগলামী
কষ্টের উক্তি বলে হচ্ছে দামী
চূড়ায় উঠে বিজয়ী হওয়া লক্ষ্য
দিবে না, স্বজনই হয়েছে প্রতিপক্ষ....!
ফুঁ দিয়ে উড়িয়ে দেয় আমায়
কারণ আমার নাই যে কামায়।
আমার পরিচিত জন বেশী অন্ধ
উপহাস করে, তাদের সাথে দ্বন্ধ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

চৌধুরী আসিফ বলেছেন: বাহ খুব দারুন তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.