নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আমি লজ্জিত

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭

বনে গিয়েছি ফিরবো না বলে। বনের পাখিদের সাথে মিশতে। বনের পাখিরা বলে তোমার কি সুমধুর কণ্ঠ আছে? আছে কি আমাদের মতো রঙিন পালক? আমার মতো ডাকতে পারবে কি? আমি বললাম পারবো। আমি তাদের মতো হতে চেষ্টা করলাম। চেষ্টা করছি ডাকার জন্য কিন্তু অতি মধুর আর হলো না। ওরা হাসাহাসি করা শুরু করলো। রঙিন আর হতে পারলাম না। আমি লজ্জিত হলাম, মন ক্ষুন্ন হলাম। মনে কষ্ট পেলাম।
আমি অনেক উঁচুতে উড়তে চেয়েছি কিছু পাখির মতো। শুধু পারলাম স্বপ্নে। কারণ আমার ডানা নেই। আমি নিচুতে বিচরণ করা পাখির মতো হতে চাইলাম। তাদের সাথেও তালমিয়ে চলতে পারলাম না। আমি নিঃস্ব কিন্তু নিঃস্বর সাথেও মিশতে পারি না। আমি বিজ্ঞ হতে খুব চেষ্টা করলাম। সব অসম্ভব কেন আমার পক্ষে? কারণ আমি অবিজ্ঞের মতো কাজ করি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৯

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: জ্ঞান অর্জন করুণ।
এই জ্ঞান আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.