নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

চলে যাওয়া উচিত

০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৮

আমার দূরে চলে যাওয়া উচিত! কেবল শান্তির জন্য। এখানে আমার শুধু অশান্তি! আমি পারছি না যেতে। আমার হাত পা অদৃশ্য কে যেনো বেঁধে রেখেছে। যেখানে আমার কথার বিপরীত সকলে। একজন মানুষও নাই যে, বলবে ‍তুমি ঠিক বলেছ। সবাই বলে তুমি ঠিক বলো নাই। তুমি ঠিক না। আমার পাশে কেউ নেই। আমার একজনের সঙ্গ চাই। যে মিথ্যে হলেও বলবে তুমি ঠিক বলেছ।

আমি যা চাই তাই দেয় না ধরা। কিছু পাই যা দিয়ে হয় না মন তৃপ্ত। আমার সব কিছু হয়ে যাচ্ছে বিষাদ। সবাই চলতে পারে আমায় দিয়ে বাদ। আমি কেন পারি না। নিজে নিজে চাই চলতে। পারি না পারি না। এতো কঠিন কেন আমার চলার পথ।
তুমি কি আমার পাশে চলবে? আমার সাথে সুন্দর মমতায় কথা বলবে। আর বলবে আমি তোমার খুব পছন্দ, তোমায় দেখলে পাই আনন্দ।
০৬.০৩.২০২৩
উত্তরা, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩৩

কামাল১৮ বলেছেন: আপনি যদি কারো পাশে না থাকেন কার এতো দায় পড়েছে আপনার পাশে থাকবার।সবার পাশে থাকুন সবাই আপনার পাশে থাকবে।আমরা সবাই রাজা————।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.