| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সাইফুল ইসলাম সাইফ
জ্বলে উঠুক প্রতি মনে আগুন
মনমতো না হলে কথা দ্বিগুণ!
তোমার চিন্তা আমার মতো না
আমার চিন্তা তোমার মতো না!
প্রায় জন্ম একই নিয়মে হয়
শক্তি যার তাকে কর ভয়!
তোমার আর আমার পার্থক্য কী
বলো বলো বলো সব নাকি?
যে বিষয়ে তোমার সাথে মিল
এক একই আমার কথা-দিল।
তোমার একটা উক্তি দিবে মুক্তি
উন্নত হবে নিশ্চয় স্বীয় মতি!
উত্তরা, ঢাকা।
২৮।০৬।২০২৩
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।