নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হয়তো অনুচিত
সাইফুল ইসলাম সাইফ
তবুও বলছি, কারণ হয়তো অনুচিত
মানুষের মধ্যে শ্রেষ্ঠ আর জিৎ-
কার! হয়তো তোমার, হয়তো আমার
আমরা তর্ক করি কিন্তু বারবার!
তুমি বলো সে ভুল, ভুল
অনেকে বলে খুব ভালো মূল!
সমস্যা সমাধানের জন্য অসংখ্য তত্ত্ব
যুক্তি আছে প্রত্যেকের যত, কত!
সৃষ্টিকর্তা এক আমরাও কিন্তু এক
সৃষ্টি দেখেই প্রায় জনই অবাক
উত্তরা, ঢাকা।
০৬।০৭।২০২৩
২| ১০ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: লিখবেন কম। পড়বেন বেশি।
তাতে নিজের উপকার হবে।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।