নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সুরম্য জলরবি
সাইফুল ইসলাম সাঈফ
তুমি বুঝে গেছো সুখ পাবে না
তাই দিলে না সাড়া!
শূন্যতা আমার আর কমে না
মন আমার করে কেবল খাঁ খাঁ...
ভাবতে ভাবতে চলে যায় যায় দিন
আসলো না কোনোভাবেই সুদিন!
তুমি না হও সুরম্য
মন যেন হয় বোধগম্য!
ফুল গুলো করে আমায় বিমোহিত
নাই বিধায় খুব পীরিত...!
জলবিন্দুতে জ্বলজ্বল করে জলরবি
তুমি ছাড়া অনুভব, নেই সবি!
উত্তরা, ঢাকা।
১৫.০৭,২০২৩
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।