নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রশান্তি
সাইফুল ইসলাম সাঈফ
যতই অত্যাধুনিক ব্যবহার করুক অস্ত্র
ওরা অভিশপ্ত, হিংস্র, থাকে বিবস্ত্র!
ওরা জানে না ইতিহাস, জানে
ছাড়তেই হবে এই ভূমি সসম্মানে।
প্রতিটি হত্যার নেয়া হবে প্রতিশোধ
এটা মুসলিমের জ্বলজ্বলে আকাশ রোদ!
এতো দূরে থেকেও জেগে উঠেছি
হে ভাই-বোনেরা আমরা আছি!
মারণাস্ত্রে পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ নই
কারণ আমরা সকলের শান্তি চাই!
হত্যা, দখল একদমই উদ্দেশ্য না
ঠেকে গেলে আর ছাড়ি না!
এই যে শক্তি প্রদর্শন কর কেন
শান্ত হও সর্বশক্তি আল্লাহকে মান।
ধ্বংস করছো প্রতিদিনই সবাই দেখছে
পতন, পরিবর্তন হবেই প্রত্যেকে শুনছে।
ক্ষমতার চেয়ে ক্ষমতাবান আছে নিশ্চয়ই
শিখি, জানি পড়ি সমুন্নত বই।
তোমার যদি যোগ্যতা থাকে দেখাও-
সৃষ্টি করে একটি পুস্তক দেখাও!
পারবে না এটাই চূড়ান্ত কল্যানের
আনে ডেকে করে গড়ে সম্মানের!
এসো সানন্দে শান্তির মাঝে, প্রশান্তি
দূর কর মনের ভুল-ভ্রান্তি!
উত্তরা, ঢাকা।
২৩.১০.২০২৩
২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৮
কামাল১৮ বলেছেন: প্রতিশোধ, প্রতিশোধের জন্ম দেয়।