নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ডেকে যাই
সাইফুল ইসলাম সাঈফ
নীরবে প্রকাশ্যে ডেকে যাই প্রভু
পথ হারা করোনা আমায় কভু।
তোমার কাছে চাওয়া, তোমার কাছেই পাওয়া
তোমার কাছেই একদিন ফিরে যাওয়া।
সবুজে ফসলে ভরা মাঠ
এর মাঝে নিদর্শন আমার পাঠ।
ইচ্ছায়-অনিচ্ছায় করি, হয় ভুল
ত্রুটি গুলো ফুটে যেন হয় ফুল।
ফুল থেকে যেন হয় সুমিষ্ট ফল
বাড়িয়ে দাও আমার বেঁচে থাকার মনোবল।
বিজ্ঞ কর, মূর্খ করোনা আমায়
যা দিয়ে হয় পূণ্য কামায়।
সহজ সরল পথে কর দৃঢ়
সবাই বলি সমুন্নত বই পড়!
ক্ষমা কর আমায় সবসময়
আমার যেন না হয় অহেতুক ক্ষয়!
উত্তরা, ঢাকা।
২৭.১০.২০২৩
২| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: ভালৈ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রভুকে ডাকাই সবচেয়ে উত্তম কাজ।