নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জান্নাতে অনুভব
সাইফুল ইসলাম সাঈফ
জান্নাতে অতি সুখে ঘুরেও অনুভব-
সঙ্গীর! আসল প্রিয়া হৃদয়ে সব!
আমরাও সুখ খুঁজে খুঁজে ক্লান্ত
কল্পানা করে করে হই অনন্ত!
সে-ই কবে এলো মনে নাড়া
দেয় না, দেয় না কেউ সাড়া!
দুঃখ আমরা পছন্দ করি না
আনন্দও প্রতিমুহূর্ত ভালো লাগে না!
কষ্টের পরেই আসে বিশ্রামে প্রশান্তি
তবুও অকৃতজ্ঞ, অস্বীকার করি প্রাপ্তি!
ভেবে চিন্তে কি মনমত হয়?
হয় না! হৃদয় করে ক্ষয়!
লাল রং সুন্দর, সুন্দর নীল
তবুও সবার সাথে অসম্ভব মিল!
সবুজও খুব সুন্দর, সুন্দর হলুদ
ভুল হলেই নেই তার প্রতিশোধ!
সুন্দর কে সুন্দর বলি সবাই
সঙ্গ হিসেবে ভালো মানুষ চাই!
সবমতে আছে স্বীকৃতি বিয়ে করা
এটাই উন্নত নিয়ম চূড়ান্ত পড়া!
উত্তরা, ঢাকা।
১৪.১১.২০২৩
২| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: আপনি বর্তমান সময়ের কবিতা পড়ুন বেশি বেশি।
তাহলে লেখায় পরিবর্তন আসবে।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: এটা কবিতা নয়। জাস্ট গার্বেজ।