নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মেঘ মুক্ত হাসি
সাইফুল ইসলাম সাঈফ
কথা, সঙ্গ, পাশে থাকলেই জিৎ
মেঘ মুক্ত হাসি, সাড়াতেই তড়িৎ!
প্রিয়া কাছে এসো পরশ দাও
নয়তো হয়ে যাবো একদম উধাও!
চুপ থেকে থেকে হয়েছি বিষণ্ণ
জোগাড় করতে পারছি না অন্ন!
কোনো লাভ নেই একা থেকে
রমণীর কাছেই প্রেরণার দীপ্তি থাকে!
বিজয়ী হয়েছে পুরুষ নারীর ছোঁয়ায়
যা এড়িয়ে যুবক সব হারায়।
এসো না! পাশে বসো না!
দেখো কেমন প্রাণবন্ত, মুছে যাতনা!
তোমায় নিয়েই তৈরি করব জান্নাত
একসাথে উঠে দেখবো রোজ প্রভাত!
তোমায় না পেয়ে গেছে ভারসাম্য
সানন্দে এসো দেখো হই অদম্য!
উত্তরা, ঢাকা।
১০.১১.২০২৩
২| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিয়ে করে ফেলেন তাড়াতাড়ি
১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
সাইফুলসাইফসাই বলেছেন: পাত্রী কই পাবো টাকা নাই
সব আছে, কেউ পাশে নাই!
৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: বিয়ে করে ফেলেন তাড়াতাড়ি............ সহমত।
৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলুন। কবিতা লিখতে পারা আর না সমান।
১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬
সাইফুলসাইফসাই বলেছেন: যোগ্য হওয়া আর সম্ভব না
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর