নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বেগানা মানে অচেনা
সাইফুল ইসলাম সাঈফ
“জান্নাত” পাওয়ার জন্য “জান্নাতের” দরজায়-
করেছি নক! জানতেই অনাগ্রহ ভাবায়!
প্রস্তাব করেছি এসো জানি উভয়কে
না! সে নিরব, চুপই, থাকে!
আল্লাহ, আল্লাহর রাসুলের পথেই জান্নাত
এই প্রতিশ্রুতি কি ধনীরই প্রভাত-
শুধু! না! সত্য, সৎ পথের
ইচ্ছে থাকা সত্ত্বেও ইশারা বিপথের!
বেগানা মানে অচেনা, জানতে মানা?
মানা না! জেনেই হৃদয়ে আনা!
যদি অজানায় থেকে যায় কেউ
খবর রাখে কি? হয় মৌ?
আমি বিত্তশালী নই, নই অন্ধ
পার্থক্য করি দুর্গন্ধ আর সুগন্ধ!
এই জ্ঞানটুকু আল্লাহ আমায় দিয়েছে
ত্রুটি করেও ক্ষমা নিত্য চাচ্ছে!
সুন্দর রূপ দৃষ্টি আকর্ষণ করে
সমস্ত সুখ কি বিদ্যমান তার তরে?
আল্লাহ যে যুবক-যুবতী সংযত
দূর করে দাও দুঃখ যত...!
সমস্যা সমাধাণ কর আমার কষ্ট
তা-না হলে হয়তো হবো ভ্রষ্ট!
অতি বিশাল কঠিন একা থাকা
কল্পনা করে বিতৃষ্ণা, নগ্ন আঁকা!
বাড়িয়েছি হাত পটানোর জন্য নারী
ওরা চায় এতো টাকা, বাড়ি!
দেওয়ার মালিক তো তুমি, চেষ্টা-
রত এখনো! করে যাচ্ছি প্রচেষ্টা!
স্বপ্ন কি আমার নেই, ইচ্ছে?
খুব যন্ত্রণা কেন দিন যাচ্ছে!?
উত্তরা, ঢাকা।
১৯.১১.২০২৩
২| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: জাস্ট গার্বেজ।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: তুমি কি নিখুঁত ভাবো প্রিয়
তাহলে সমাধাণ কর, দিয়ে হৃদয়!
মোহাম্মদ সা.ও ভেবে ভেবে দিয়েছে পথ
অনেকেও মানুষের কল্যাণ ভেবে তৈরি করেছে নিয়ম বা পথ
এভাবে হয়েছে নতুন নতুন মত, ধর্ম!
তুমি যদি সঠিক ভাবো সবাইকে এক্য কর। পারবে?
পারবে না! কখনো না!
তোমার ভাবনা আমার ভাবনা একইরকম না
কেউ নগ্ন চলে, কেউ চলে না
কারো লজ্জা আছে, কারো নাই!
কারো জ্ঞান আছে কারো নাই
মানুষই তো কষ্ট দেয় মানুষই তো কষ্ট দূর করে।
মানুষই হত্যা করে মানুষ, মানুষই তো বাঁচায়
মানুষই আশা দেয়, মানুষই হতাশায়!
সব মতের পৃথক রাষ্ট্র সৃষ্টি কর
দেখো পরীক্ষা করে কোনটা শ্রেষ্ঠ
আমি সুনিশ্চত মোহাম্মদই পথই সর্বশ্রেষ্ঠ!
নিশ্চয় চূড়ান্ত হবেই, বিজয়ী এই পথ...
৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: ভাল কাজ জান্নাতে নিয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুল শুদ্ধতর জ্ঞান আল্লাহ সবাইকে দিন।
সব যন্ত্রণা একদিন দূর করে দেবেন আল্লাহ
সুন্দর হয়েছে