নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

তুমি কি নিখুঁত

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:২১

তুমি কি নিখুঁত
সাইফুল ইসলাম সাঈফ

তুমি কি নিখুঁত ভাবো প্রিয়
তাহলে সমাধান, কর, দিয়ে হৃদয়!
মোহাম্মদ সা.ও ভেবে ভেবে দিয়েছে পথ
অনেকেও মানুষের কল্যাণ ভেবে তৈরি করেছে নিয়ম বা পথ
এভাবে হয়েছে নতুন নতুন মত, ধর্ম!
তুমি যদি সঠিক ভাবো সবাইকে ঐক্য কর। পারবে?
পারবে না! কখনো না!
তোমার ভাবনা আমার ভাবনা একইরকম না
কেউ নগ্ন চলে, কেউ চলে না
কারো লজ্জা আছে, কারো নাই!
কারো জ্ঞান আছে, কারো নাই
মানুষই তো কষ্ট দেয়, মানুষই তো কষ্ট দূর করে।
মানুষই হত্যা করে মানুষ, মানুষই তো বাঁচায়
মানুষই আশা দেয়, মানুষই হতাশায়!
সব মতের পৃথক রাষ্ট্র সৃষ্টি কর
দেখো পরীক্ষা করে কোনটা শ্রেষ্ঠ
আমি সুনিশ্চত মোহাম্মদ এর পথই সর্বশ্রেষ্ঠ!
নিশ্চয় চূড়ান্ত হবেই, বিজয়ী এই পথ...

উত্তরা, ঢাকা।
১৯.১১.২০২৩

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আপনার লেখা কবিতা পাঠ করলাম।

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আল্লাহর হুকুম আর নবীর তরিক্বার মধ্যে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী ও সফলতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.