নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ভাষা

০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

ভাষা
সাইফুল ইসলাম সাঈফ

মনের ভাব প্রকাশেই হচ্ছে ভাষা
মায়ের ভাষাই মাকে বুঝাই নিরাশা!
কত না ভাবে বুঝালাম ভাব
বুঝল না! বুঝল উল্টো কুস্বভাব!
আমি যে বড় হয়েছি, অবুঝ
বুঝাতে না পেরে হয়েছি নিখোঁজ!
আবেগে ফিরে এসে মায়ের কোলে
থমকে গেছে সময়, স্তব্ধ ফলে!
বাঁচতে কত যে জিনিস লাগে
যৌবনে ফুলও লাগে, ফলও লাগে!
বুঝল না, কেউ বুঝল না
কারণ তুচ্ছ কিছুই হবে না!
এমন ভাবনার জন্য আমার যাতনা
সব করে গেছি করে কল্পনা!
দ্বারে দ্বারে চোখের সামনে বকবক
মলিন চেহারা! লাবণ্য হারিয়েছে ত্বক!
শান্তনা দেবে কেউ ছিলোনা পাশে
ঘুরেছি কিন্তু প্রতিদিন তাদের চারপাশে...!
যৌন দোষ আমার ঘটানো আছে
তবুও নির্দোষ, অনেকের তুলনার কাছে!
সবসময় থাকি, থাকছি জীবনে আত্মমগ্ন
তাই হয়েছে বাস্তবে সবকিছু্ই ভগ্ন!
শেষ করে দিয়েছি না বুঝে
বলতে না পেরে সবশেষ লাজে!
কোথায় যাবো সব জায়গায় উপহাস
যেখানে যাই জেনে যায়, পরিহাস!
বলে বলেই হচ্ছে সম্পদ সৃষ্ট
জানেন আমিই মানুষ সেরা উৎকৃষ্ট?
মাফ করুন আল্লাহ নিশ্চয় পথভ্রষ্ট
চাই না! তবুও ঘটে, কষ্ট!

উত্তরা, ঢাকা।
০৪.১২.২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

বাকপ্রবাস বলেছেন: শিরোনাম ভাষা দিয়ে শুরু হলে শেষে গিয়ে ভাষা জীবনের বিভিন্ন সংগতি অসংগতির মাঝে ডুব মেরেছে

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: আপনি প্রতিদিন কবিতা পোস্ট করেন, অর্থাৎ কবিতা লেখেন।
কবিতা লেখার সময় কিভাবে আরো নতুনত্ব আনা যায়, কিভাবে আরো আধুনিক রীতিতে লেখা যায়, এই বিষয়গুলো কি একটু ভাববেন।

যদি ভাবেন, আশা করি আপনার নিকট থেকে আরো ভালো কবিতা পাবো।

তবে লেখা বন্ধ করবেন না।

শুভকামনা।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৬

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.