নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

শান্তি যথাযথে

০৯ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

শান্তি যথাযথে
সাইফুল ইসলাম সাঈফ

আড্ডায় বেশি উৎসাহ, উপদেশ, পরামর্শ
মেলে, অবৈধ রতিক্রিয়াতে নাকি হর্ষ!
না করে, না ধরে বিমর্ষ
প্র্রতি বছর যাচ্ছে কিন্তু নববর্ষ!
প্রতিটি ধর্মে আছে বিবাহের নিয়ম
তবে কেনো যাচ্ছে সবার শরম!
ছুঁয়ে হয়তো পাই একটু তৃপ্তি
কিন্তু নষ্ট করছে আমার মতি!
ভুলা যায় না কোনোভাবে স্মৃতি
সবাই জানে এটা ঘৃণিত রীতি!
বাংলার যুবতী সাজ ভুলে গেছে
প্রকাশ্যে ওরা আঁটসাঁট, চলাফেরা করছে!
প্রায় প্রত্যেকে শুনি যুবকের উক্তি
এতে ধ্বংস নাই কোনো মুক্তি!
দেখে দেখে উভয় আজ ক্ষতিগ্রস্ত
যৌন ক্রিয়া করছি আমরা উন্মুক্ত!
গোপন কথা, কাজ গোপন রাখো
সব ঘটনা সামনে আসে দেখো!
শেষ, শেষ, হৃদয়ে কেবল কামনা
প্রায় সকলের বেড়ে যাচ্ছে যাতনা!
ফিরে এসো সহজ সরল পথে
নয়তো হারাবে সুখ, শান্তি যথাযথে!

উত্তরা, ঢাকা।
০৯.১২.২০২৩

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৪

বিজন রয় বলেছেন: যা বলতে চেয়েছেন তা বুঝতে পেরেছি।
কিন্তু গতকাল থেকে তো কেই এখানে কথা বলল না।

অবশ্য আপনি তা আশা করেন কিনা জানিনা।
তবে লেখায় একটু বদল জরুরি।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৫

সাইফুলসাইফসাই বলেছেন: আমি আমার সমস্যা ধরতে পারছি না! আপনি একটু ধরিয়ে দিন বা পরামর্শ দিন কী কী ঠিক করতে হবে প্লিজ?

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: সাইফুলসাইফসাই বলেছেন: আমি আমার সমস্যা ধরতে পারছি না! আপনি একটু ধরিয়ে দিন বা পরামর্শ দিন কী কী ঠিক করতে হবে প্লিজ?

এই তো আপনার বুদ্ধি খুলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.