নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সনাক্ত কর
সাইফুল ইসলাম সাঈফ
সনাক্ত করতে পারছো না আসল
তাই দিচ্ছো না হৃদয়ের দখল!
এদিক সেদিক না হয়ে দিশাহারা
দাও না আমায় চূড়ান্ত সাড়া!
বেশি করতে যেওনা রূপ বাছাই
তাতে রয়ে যাবে একলাই হাছাই!
সময় হারাবে, হারাবে উপযুক্ত যৌবন
শেষমেশ হয়তো বিচ্ছিন্ন হবে আপন!
জানতে চেওনা গোপন, যা ত্রুটি
তোমার হাতে খাবো ভাত-রুটি!
সমবয়সী আছে যারা, দেখো চেয়ে
তারা গেছে অনেক কিছুতে এগিয়ে!
আসলে সফলতা কি বলতে পারো
কেউ আগে পায়, হও কারো!
পরে হলে লোকসান, ঘটব কিছু
ছুটো না অহেতুক অন্যের পিছু!
এসময় এতোই কঠিন ধরে রাখা
যতই স্বপ্ন থাক মনে আঁকা!
যথা সময় না পেলে সঙ্গী
লাভ হবে না কোনো অঙ্গভঙ্গি!
উত্তরা, ঢাকা।
১৮.১২.২০২৩
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: কি আবোল তাবোল লিখেছেন। জাস্ট ফালতু।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: আবোল তাবোল লিখতে লিখতেই হয় ভালো কিছু।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে