নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

উষ্ণ

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৮

উষ্ণ
সাইফুল ইসলাম

উচ্ছ্বসিত, আনন্দিত, চকিত, বিমোহিত, সুপ্রভাত
প্রত্যুত্তর পাওয়ার পর ভাবনায় কুপোকাত!
তুমি বুঝেছ প্রথম স্নিগ্ধ ঊষা
তুমি বুঝেছ প্রথম চিত্ত ভাষা!
তোমাকে পাশে পাওয়ার জন্যই বিলম্ব
এতো দিন পর প্রেম আরম্ভ!
আলহামদুলিল্লহ খুব খুশি এই মুহূর্তে
যাই হোক চিন্তা নেই তাতে!
তোমার জন্যই মনে হয় অপেক্ষা
হয়তো হবে আমার শেষ রক্ষা!
না পেয়ে দিন বিরহে গেলো
এলোমেলো যায়যায়দিন, কত বসন্ত এলো!
প্রেরণা ছিলো না কোনো কাজে
কত বলেছে অজ্ঞ কথা বাজে!
মনোযোগ থাকে না, চেষ্টা বৃথা
বলেছি কত যে উক্তি যথা!
যৌবনের উত্তাল ঢেউ গেছে থমকে
বলতে পারিনি সত্যি লাজে কাউকে!
জাগতে পারিনি বুঝেও মঙ্গল সকালে
ভুল পথে যাচ্ছে যুবক দলেদলে!
যাইনি বিধায় উন্নতি হয়নি এখনো
তুমি কাছে থাকলে উন্নতশির জানো?
একসাথে হাটবো শীতল হাওয়া বইবে
যা আছে যাতনা মনে সইবে!
তোমার রূপ কিছুটা দেখে উষ্ণ
তুমি এসো একেবারে হৃদয়ের জন্য!

উত্তরা, ঢাকা।
২০.১২.২০২৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩১

নীলসাধু বলেছেন: এই কবিতায় যত শব্দ ব্যাবহার করেছেন তারচেয়ে আরো কম শব্দে কবিতাটি লেখার চেষ্টা করুন আরেকবার।
দেখেন কি হয়। আর গদ্যে লিখলে ভেঙ্গে ভেঙ্গে না লিখে টানা গদ্যে লিখেন এতেও কদিন পর বুঝতে পারবেন কীভাবে শব্দের পর শব্দ সাজাবেন।
কবিতায় সব যদি কবি বলে দেয় তবে পাঠকের জন্য কী থাকে?

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা বাদ দেন। টাকা ইনকাম করতে শিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.