নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রভাতের ফুল

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৫

প্রভাতের ফুল
সাইফুল ইসলাম সাঈফ

ভোরে প্রস্ফুটিত সৌন্দর্য হয়ে এসো
নতুন সুবাসে মুগ্ধ হয়ে হাসো!
বলতে পারলাম না কাউকে ভালবাসি
হতে পারলাম না চিত্তাকর্ষক খুশি!
করতে পারলাম না কাউকে সুখি
রয়ে গেলাম আমি একদম দুখি!
ললনা কেনো আমায় অপছন্দ কর
কেনো যে আমার হাত নাধরো!
খোঁজ নিয়ে নিয়ে ফিরে যায়
চুপ! আর না কথা কয়!
ভাবতে ভাবতে বিখ্যাত হয়ে উঠছি
নিশ্চয়ই বিজয় আমার! খুব ভাবছি!
আফসোস এখনো নিজের চরিত্র উন্নত
যতই দাওনা অজ্ঞ মনে ক্ষত!
আলহামদুলিল্লাহ যা চেয়েছি সব পেয়েছি
রমণী চাইনি পাইনি, কাদিনি, ভেবেছি!
চেয়ে চেয়ে বেশিভাগ যুবকই ব্যভিচারি
বেড়ে গেছে প্রত্যক্ষ সমাজে পাপচারি!
আমি হতে চাই, ইচ্ছে জান্নাতি
তাই করিনি এতকষ্টেও অবৈধ রতি!
আল্লাহর চায়না! তাই এটা যেনা
যতই করোনা অস্বীকার বা মানা!
বিয়ে পূর্বে আগ্রহে বেগানায় স্পর্শ
যতই লাগুক হৃদয়ে প্রবল হর্ষ!

উত্তরা, ঢাকা।
৩১.১২.২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...
সুস্থ ও ভালো থাকুন...

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:



শুভ নববর্ষ ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.