নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পালিয়ে
সাইফুল ইসলাম সাঈফ
কতবার যে পালিয়ে হয়েছি ব্যর্থ
এতদিন পর হয়েছে সে সামর্থ্য!
কিন্তু হৃদয়ের বেড়েছে খুবই দূরত্ব
তবে হারিয়ে ফেলেছে স্বজন স্বত্ব!
হতে চেয়েছি নিজে নিজে স্বাবলম্বী
ফিরে এসে হয়েছি দেখি অবলম্বী!
দিনশেষে সবশেষ খুবই মনে হাহাকার
খুঁজেও মিলছে না যা দরকার!
আয় করতে হবে, চলতে হবে
সংসার করতে হবে, বাঁচতে হবে।
খেয়ে পড়ে দিন গুনতে হবে
দিনশেষের আর না ফেরা হবে!
এখনো আছি জীবিত, মনে ক্ষত
সারতে হলে কাজে সঙ্গ অবিরত।
তা-না হলে নীরবে কেঁদে যাও
আর না হলে যাবে ফাও।
রমণীর ভালবাসা রমণের খুবই প্রয়োজন
যা করে জুগল করে আপন।
একা থেকে বুঝিছি ভীষণ জটিল
প্রচুর ফোটে ফুল, এত ঝিলমিল!
সনাক্ত হয় না! কেবল ছটফট
সবকিছুতে হয় স্ব, খায় কট!
উত্তরা, ঢাকা।
০২.০১.২০২৪
২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল...
৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: কবিতা লেখা সহজ বলেই বাংলাদেশে কবির অভাব নেই।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: প্রথম দুই লাইন একটু হয়েছে।
তারপর হয়েছে আপনার মতো।
কি আর করা।
চলতে থাকুক।