নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সঙ্গম

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

সঙ্গম
সাইফুল ইসলাম সাঈফ

কল্পনায় করেছি বহুর সাথে সঙ্গম
যখন হয়ে উঠি একাই গরম!
বাস্তবে হয়নি যাচ্ছে একেবারে দম
বিশ্বাস করে না কেউ একদম!
সব শেষ না বলতে পেরে
সব আমায় দেখে বলে আহারে!
এখনো করতে পারলো না বিয়ে
সক্ষমতা নেই আনবে কী দিয়ে!
শুনতে শুনতে আমি খুবই বিরক্ত
সব কষ্ট করেছি হজম শেষোক্ত...
আর ভালো লাগে একলা আমার
বুঝি না কেনো ভাষা সবার!
নিজের মতেও চলতে পারি না
অন্যে মতেও পছন্দ হয় না।
উপার্জন করি সারাদিন সস্তা শ্রমে
হয় না! এত ঝরা ঘামে!
সবার জানতে চায় কত জমা
কিনতে পারবে কি নতুন জামা?
আমিও চাই মেলে না চেষ্টায়
কেবল খালি ভাবায় আর ভাবায়।
বাঁচতে হলে করতে হবে সম্ভোগ
দুশ্চিন্তা হয়ে গেছে আমার রোগ!
বৈধ প্রথম পছন্দ চাই মিলন
হোক এখন তার যেমন চলন!
তবুও আসে না, বাসে না
যন্ত্রণা আমার একটু কমে না!
সবার সাথে বাড়ে অযথা দ্বন্ধ
মানুষের মন থেকে ছড়ায় দুর্গন্ধ!
ভালো চলতে চাইলে হয় ত্রুটি
অসম্ভব ভুল থেকে মুক্তি, ছুটি!
হবেই হবেই প্রত্যাশা না করো
মাপ করো আল্লাহ আমার ছাড়ো!

উত্তরা, ঢাকা।
০৫।০১।২০২৪
উৎসর্গ- বিজন রয়

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

বিজন রয় বলেছেন: আরে!! ইতি মধ্যে পোসট দিয়েছেন দেখছি।

পোস্ট এডিট করে. এটি আমাকে উৎসর্গ করুন, কারণ আমিই এটা লিখতে অনুরোধ করেছিলাম।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৩

সাইফুলসাইফসাই বলেছেন: উৎসর্গ- বিজন রয়
করেছি দেখুন ঠিক আছে কিনা

২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতাটি আমি প্রিয়তে নিলাম।
এটি আমার স্মৃতিতে থাকবে চিরদিন।

উৎসর্গ - বিজন রয়, দয়া করে এটি বোল্ড করে দিন।

আর , আপনি মন্তব্যের উত্তর করার সময় মন্তব্য করার যে জায়গা আছে সেখানে করবেন প্লিজ।

অনেক অনেক শুভকামনা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতা পড়লাম।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অসাধারণ সুন্দর একটি কবিতা।
বড়ই সৌন্দর্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.