নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

এসো নিশ্চিন্তে

১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

এসো নিশ্চিন্তে
সাইফুল ইসলাম সাঈফ

আঁকড়ে ধরো, প্রতিবছর আসে ঝড়
সান্ত্বনা খুঁজে পায় কীভাবে অন্তর!
উষ্ণ হলে কি কর একলা
তা খুবই কিরক্তকর, যন্ত্রণাকর ঝামেলা!
পরিকল্পনা করে কি নিখুঁত চলে
মনমত ঘটে না তবুুও ফলে!
যেকোনো একটি ফলবান বৃক্ষ দেখো
ঋতু পরিবর্তনের সাথে সাথে দেখো
প্রতিসময় হচ্ছে বদল রং, রূপ
চিৎকার করুক আর থাকুক চুপ!
যথাযথ সময় হারালে ভীষণ যাতনা
যতই একেঁ রাখো সুন্দর কল্পনা!
আল্লাহর নিময় মতই চলে পৃথিবী
সার্থক, সফল কে? আলোকিত রবি!
বিত্তবানও হয় ধ্বংস, একবারে খুশি-
না! তারাও হারায় কখনো হাসি!
জগতের ইতিহাস পড়ো নাহ্ বন্ধু
বেশিভাগ মানুষেই গেছে শুধু শুধু!
লাভবান কে বলো একটু ভেবে
চূড়ান্ত সময় কে কি পাবে?
সন্দেহ হলে প্রশ্ন, যাচাই কর
ভেবে চিন্তেই খালি দুহাত ধর!
ভালবাস মিলবে, না থাক সম্পদ
জমে আছে তা মতন পর্বত।
এসো নিশ্চিন্তে, আহ্বান শূন্য হৃদয়ে
পরিপূর্ণ করে দিব প্রেম দিয়ে!

উত্তরা, ঢাকা।
১২.০১.২০২৪

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা কবি...

২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: আপনার খবর কি? কেমন আছেন?
পোস্ট কমিয়ে দিলেন যে?
ভালো করেছেন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

সাইফুলসাইফসাই বলেছেন: অসুস্থ

৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.