নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

উদ্বাস্তু

১৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৫

উদ্বাস্তু
সাইফুল ইসলাম সাঈফ

উদ্বাস্তুর মত ঘুরেফিরি নিজ দেশে
আমার বেশভূষা দেখে বহুজন হাসে।
সমস্যা বুঝেও করতে পারিনা সমাধান
যায় যায়, শেষ শেষ প্রাণ।
এই দেশে খাদ্যশস্য জোগাতে বেলাশেষ
কতজন আছে বলো ভালো-বেশ!
সবাই পারদর্শী দিতে খুব উপদেশ
যা বাড়ায় যুবক হৃদয়ে ক্লেশ!
আমার যোগ্যতা হলো না কিছুতেই
তবে বেঁচে আছি যেই-সেই।
ক্ষুধা আমার আছে, আছে ব্যথা
আমারও মন চাই বলি কথা।
ইচ্ছে থাকা সত্ত্বেও হলো না
পরাজিত তবুও দিনশেষ হয় না।
ছাড়ে না কেউ কুটুকথা বলতে
চায় না আমার মনোকথা জানতে।
জয়ী হয়ে বলে আমার অর্জন
অকৃতজ্ঞ! হয়নি, চেয়েছি-দেখেছি স্বপন।
কঠোর চেষ্টা বারবার করেছি নিজে
হলো না, হয়ে গেছি বাজে।
কেউ দিলো না সান্ত্বনা, প্রেরণা
সস্তা শ্রমে জটিলতা যায় না।

সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
১৬.০৩.২৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.