নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঐক্য
সাইফুল ইসলাম সাঈফ
এক মায়ের সন্তান ওরা
মায়া মমতায় ছিল ভরা।
ঐক্য ছিল, ঐক্যমত্যই স্বাধীন
নতুন নামে রাখলো কয়দিন।
তারপর বিবাদে জড়ালো, আলাদা
ছড়িয়ে গেলো, যাচ্ছে সর্বদা।
রঙ পছন্দ কারো সাদা
ঝগড়ায় লিপ্ত আবার বেহুদা।
একই ভূমির পরিবর্তিত নাম
কারো দুর্নাম কারো সুনাম।
মিল হয় না কেন?
অমিল কেন বলো, জানো?
বৈষম্য করে, দেখায় জোর
একদিন হয় শত্রু পর।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৭.০৪.২০২৪
©somewhere in net ltd.