নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সূর্য উঠে
সাইফুল ইসলাম সাঈফ
দীর্ঘসময় হারিয়ে আর কতটুকু বাকি
হঠাৎ যাবো চলে, চিন্তায় থাকি!
অর্জন হলো না, বিফলে সব
মাফ কর ত্রুটি, সর্বশক্তিমান রব।
জাহান্নামে চলে যাই আমি যদি
দীর্ঘশ্বাস ছেড়ে ভয়ে ভয়ে কাঁদি!
সহজ সরল পথে, চাই, চলি
এত কঠিন কেন? ফুটে কলি।
সূর্য উঠে, আমি ঘুমে থাকি
আমার আর দিন কয়দিন বাকি।
সুবাসিত করে জগত, ফুলগুলা রোজ
প্রশংসা করি প্রভু, করি খোঁজ।
দুখে হয়ে যাই হতাশ, নিরাশ
সুখে হাসি, খুশি হই একরাশ
জান্নাত আমার চাওয়া, ইচ্ছে, স্বপ্ন
তবেুও কেন হই যাচ্ছি বিপন্ন।
সাদাসিধা কর জীবন, আমার মধ্যপন্থা
খারাপ যাচ্ছে দিন, খারাপ অবস্থা।
তুমি প্রশংসিত, নিখিল জাহানের প্রতিপালক
হৃদয়ে দাও আলো, আলোকিত, আলোক।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩০.০৪.২০২৪
©somewhere in net ltd.