নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সজনে ফুল

০৩ রা মে, ২০২৪ রাত ৮:১৪

সজনে ফুল
সাইফুল ইসলাম সাঈফ

প্রায় বেশিরভাগ গাছে ফুল ধরে
সুন্দর প্রতিটি তবে যায় ঝরে
কোনোটা সুবাস ছড়ায়, কোনোটা দুর্গন্ধ
কোনাটা অগোচরে আবার কোনোটায় মুগ্ধ!
খেয়াল করে দেখেছো সজনে ফুল?
সুন্দর সাদা করে আমায় ব্যাকুল!
গোলাপ সুন্দর তবে প্রতিটি না
প্রতিটি সবাইকে একদমই ভাবায় না।
আমার দোলা মনের হর্ষ তুমি
রঙিন কর আমায় যৌবনে ঊর্মি।
মনমরা হয়ে থাকি কর খুশি
আমি দেখিতে চাই তোমার হাসি।
একলা থেকো না ভীষণ কঠিন
হারাবে অযথা জীবনের মনোহর দিন।
বলে দিলাম তোমাকে চাই, ভালবাসি
সুখ দেবো প্রকৃত রাশি-রাশি!
ছুঁতে পারেনি কেউ সত্যি সত্যি
বুঝো না প্রিয়, রমণী সুমতি।
তুমি কোন্ রঙে রাঙা বলো
সেই রঙে রাঙানো, দিবো আলো।

দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০৩.০৫.২০২৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৫৫

ড: শাফিক আফতাব বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.