নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
এসো চিত্তে
সাইফুল ইসলাম সাঈফ
নিরব থাকলে, সাড়া দিলে না
হতো না হয় একটা ভুল
দোষ হলে ক্ষমা চাওয়ার আসে সুযোগ।
শুদ্ধ হলে তো ক্ষমা চাইবে না।
একলা কঠিন যন্ত্রাণায় পড়ে আছি
ত্রুটি কি হয় না? নিশ্চয় হয়।
কত হৃদয়ে যাতনায় ছটফট
তবুও দামী সাজে, বলে না পটাফট।
বিত্তবান কী সবাই সুখে আছে
না! সুখি সকলে হয় না!
কত ভাববে বলো, শেষ নেই ভাবনার
কত ভেবে, কত ভেবে যাতনার!
এসো সংসার করি তাহলে
পূণ্য হবে মিলে থাকলে।
কিসের জন্য একলা থাকছো
পরিপক্ক তুমি, কী ভাবছো?
প্রস্তাব দিলাম তোমায়, এসো চিত্তে
সহ্য হয় না আর একাকত্বে
এসো উষ্ণ কর, কর উৎফুল্ল
ভালবাসি বলো, কর প্রফুল্ল!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০৭.০৫.২০২৪
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:৫০
নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসার উদাত্ত আহবান! হে কবি, তব অন্তর পূর্ণ হোক ভালোবাসায়!